সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বন্যার্তদের মধ্যে রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী বিতরণ 

বাঘাইছড়ি (রাঙ্গামাটি)  প্রতিনিধি

বন্যার্তদের মধ্যে রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী বিতরণ 

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সংগঠিত বন্যা পরবর্তীতে ৫৫০ বন্যার্ত পরিবারের মধ্যে ৭ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত সভা শেষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

আলোচনা সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিটের প্রজেক্ট অফিসার রাসেল বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, বিশেষ অতিথিদের মধ্যে আজীবন সদস্য ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, আজীবন সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, বাঘাইছড়ি থানার ওসি প্রতিনিধি এএসআই ওয়াহিদুল আলম প্রমুখ। 

আলোচনা সভা শেষে উপজেলার ৮ ইউনিয়নের ২০০ এবং পৌরসভা এলাকায় ৩৫০ সর্বমোট ৫৫০টি বন্যার্ত পরিবারের মধ্যে ৭ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেজে ৭.৫ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লবণ ও ১ কেজি সুজি প্রদান করা হয়।

টিএইচ